ভারতকে সর্বনিম্ন সংগ্রহে গুটিয়ে দিল পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৯ জুন ২০২৪
ভারতকে সর্বনিম্ন সংগ্রহে গুটিয়ে দিল পাকিস্তান

প্রথম ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮১ রান। তবে পরের ৯ ওভারের মধ্যে বাকি ৭ উইকেট তুলে নিয়ে রোহিত শর্মার ভারতকে সর্বনিম্ন রানের নতুন রেকর্ড গড়ালো পাকিস্তান। বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে যাওয়ার আগে ১১৯ রান করেছে ভারত। যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বনিম্ন সংগ্রহ।

রোববার (৯ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবগুলো গুটিয়ে যায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে রিশাদ পান্থ ছাড়া ব্যাট হাতে আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

ভারতকে সর্বনিম্ন দলীয় স্কোরে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে জ্বলে উঠেছিলেন পাকিস্তানের তিন বোলার। নাসিম শাহ এবং হারিস রউফের সাথে বল হাতে দুর্দান্ত খেলেছেন মোহাম্মদ আমির।

নাসিম শাহ চার ওভার বল করে ২১ রান দিয়ে শিকার করে ৩টি উইকেট। অন্যদিকে, ৩ ওভার বল করে সামন ২১ রান দিয়ে হারিস রউফও ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ আমির চার ওভার বল করে নেন ২টি উইকেট।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯ উইকেটে ১৩৩ রান। তবে এবার সর্বনিম্ন রানের সাথে অলআউটও হয়ে গেছে ভারত। যা নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পূর্ণ ২ পয়েন্ট অর্জন করেছে ভারত। তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে গিয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান।



শেয়ার করুন :