শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করলো বাংলাদেশ। তবে টাইগার দলের এমন দারুণ শুরুর দিনে লজ্জার রেকর্ড গড়েছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চবার শূন্যতে (০) আউট হওয়ার কৃতীত্ব গড়েছেন এ টাইগার ওপেনার!
শনিবার (৮ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২ বল খেলে সৌম্য সাজঘরে ফিরেছেন খালি হাতে। আর এ মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পল স্টার্লিংয়ের সর্বোচ্চ ১৩বার ডাক মারার রেকর্ডে ভাগ বসিয়েছেন সৌম্য।
আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের ১৫ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার ১৪৪টি ম্যাচ খেলেছেন। যেখানে শূন্যতে আউট হয়েছেন ১৩ বার। তবে পল স্টার্লিংয়ের চেয়ে প্রায় অর্ধেক (৮৪ ম্যাচে ৮৩ ইনিংস) ম্যাচ খেলেই এমন লজ্জার রেকর্ডে নাম লেখালেন তিনি।
পল স্টার্লিং ও সৌম্য সরকারের পর শূন্য রানে আউট হওয়া তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনজন। তারা হলেন- রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন এবং ভারতের রোহিত শর্মা।
সৌম্য শুধুমাত্র সর্বোচ্চ শূন্য আউটের রেকর্ডধারীই নন, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ শূন্যতে আউট হওয়ার নম্বরে দুই অংকে ঘরে আর কেউ নেই।
বাংলাদেশ ক্রিকেটে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, ৯৩ ইনিংসে ৮ বার। এছাড়া ১২১ ইনিংসে ৮বার শূন্যতে ফিরেছেন সাকিব আল হাসান।