সংগ্রাম করলেও দক্ষতা দেখিয়েছে লিটন: শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ এএম, ০৮ জুন ২০২৪
সংগ্রাম করলেও দক্ষতা দেখিয়েছে লিটন: শান্ত

দীর্ঘ দিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না লিটন কুমার দাস। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন এ টাইগার। তাওহিদ হৃদয়ের ঝড়ো ইনিংস পাশাপাশি ৩৮ রানের কার্যকরী একটি ইনিংসে খেলেছেন তিনি।

শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকালেও ব্যাটিংটা ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। বরাবরের মতো এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন টপঅর্ডারের তিন ব্যাটার। ওপেনিং জুটিতে দলীয় ১ রানে সৌম্য সরকার ডাক মারলে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। সৌম্যর পর হতাশ করেন তানিজদ তামিমও (৩)।

শুরুর ধাক্কা সামলাতে লিটন দাসের সঙ্গী হোন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাতে নেতৃত্ব দিতে ব্যর্থ হন শান্ত। লিটনকে রেখে ৭ বল খেলে ব্যক্তিগত ৭ রানে ফিরেন তিনি। এরপর তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়েন লিটন দাস। খেলেন ৩৮ বলে ২ চার ও এক ছক্কায় ৩৬ রানের ইনিংস।

শান্ত বলেন, ‍“লিটনের (লিটন দাস) জন্য (ইনিংসটি) খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে কিছুটা সংগ্রাম করছে তবে সে তার দক্ষতা দেখিয়েছে। আমার মনে হয় সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।”

লিটন দাসের সাথে তাওহিদ হৃদয়ের প্রসংশা করতেই ভুলেননি অধিনায়ক শান্ত। বলেন, “হৃদয় সত্যিই সাহসী ছিল। সে যেভাবে ওভার খেলেছিল (ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে) তা সত্যিই আমাদের সাহায্য করেছিল।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এখন অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এ জয় পূর্ব পরিকল্পনারই ফল বলে জানান শান্ত। একই সাথে পুরো দলের প্রসংশা করেন তিনি।

শান্ত বলেন, “প্রত্যেকের শরীরী ভাষা দুর্দান্ত ছিল। আমরা আমাদের ১২০% দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং সমস্ত ফিল্ডার তাদের কাজগুলো করছে।”

তবে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে দেওয়ার পর জয়টা আরও সহজে আসা উচিত ছিল বলে মনে করেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, “আমার মনে হয় তারা (শ্রীলঙ্কা) সত্যিই ভালো বোলিং করেছে। তবে এমন উইকেটে আমাদের আরও সহজেই জেতা উচিত ছিল।”



শেয়ার করুন :