শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ০৮ জুন ২০২৪
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের

ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেরদের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের স্বাদ পাওয়া লঙ্কানদের দ্বিতীয় হারের স্বাদ দিলো টাইগাররা। বিশ্বকাপের ১৫তম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

শনিবার (৮ জুন) ভোরে (বাংলাদেশ সময়) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে টাইগার বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে এ রানে আটকানোর পথে বল হাতে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন সমান ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া পেসার তাসকিন আহমেদ শিকার করেন ২টি উইকেট।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয় (৪০) ও লিটনের দাসের (৩৬) ব্যাটে ভর করেন জয় তুলে নেয় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় অনেকটাই এগিয়ে গেল টাইগাররা।

অন্যদিকে, টানা দ্বিতীয় হারে শেষ আটে যাওয়ার পথে শঙ্কায় পড়লো শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হারের স্বাদ পেয়েছিল তারা।

টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওভারেরই পেসার তাসকিন আহমেদের হাত ধরে ম্যাচে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে (১০) বোল্ড করেন তাসকিন।

সতীর্থকে হারালেও রানের গতি বাড়ান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। এতে ৫ ওভারেই ৪৮ রান উঠে শ্রীলঙ্কার। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মত আক্রএণ এসে উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

মারমুখী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরির পথে ছিলেন নিশাঙ্কা। নবম ওভারে দলীয় ৭০ রানে নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখান মোস্তাফিজ। ৭টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৪৭ রান করে কভারে বাংলাদেশ অধিনায়ক শান্তকে ক্যাচ দেন নিশাঙ্কা।

চতুর্থ উইকেটে ৩২ বলে ৩০ রানের জুটিতে শ্রীলঙ্কার রান শতরানে পৌঁছে দেন ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালঙ্কা। ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১০০ রান নিয়ে ভালো অবস্থায় ছিলো লঙ্কানরা। এরপর শ্রীলঙ্কা ইনিংসে ধস নামান স্পিনার রিশাদ হোসেন।

জয়ের জন্য ১২৫ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার সৌম্যকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই স্পিনার ধনাঞ্জয়ার শিকার হন সৌম্য। পরের ওভারে তানজিদকে ৩ রানে বোল্ড করেন থুশারা।

দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপমুক্ত করতে তৃতীয় উইকেটে ২২ বলে ২২ রানের জুটি গড়েন লিটন ও শান্ত। ষষ্ঠ ওভারে শান্তকে ৭ রানে ফিরিয়ে জুটি ভাঙ্গেন থুশারা।

২৮ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে এসেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন তাওহিদ হৃদয়। লিটনকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভিত গড়েন হৃদয়। হাসারাঙ্গার করা ১২তম ওভারের প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন হৃদয়। কিন্তু চতুর্থ বলে লেগ বিফোর আউট হন ৪টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ৪০ রান করা হৃদয়।

দলীয় ৯১ রানে হৃদয় ফেরার কিছুক্ষণ পর হাসারাঙ্গার বলে লেগ বিফোর আউট হয়ে সাজঘরে ফিরেন ২টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৩৬ রান করা লিটন। দলের রান ১শ পার করে ব্যক্তিগত ৮ রানে পাথিরানার বলে আউট হন সাকিব। ১৮তম ওভারে রিশাদ ১ ও তাসকিন শূন্যতে ফিরলে দলীয় ১১৩ রানে অষ্টম উইকেট হারিয়ে চিন্তায় পড়ে বাংলাদেশ।

শেষ ২ ওভারে ১১ রান দরকার পড়লেও শ্রীলঙ্কার পেসার দাসুন শানাকার করা ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারেন মাহমুদউল্লাহ। ওভারের বাকি পাঁচ বল থেকে ৫ রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। ১টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন মাহমুদুল্লাহ। ১ রানে অপরাজিত থাকেন তানজিম। শ্রীলঙ্কার থুশারা ১৮ রানে ৪ উইকেট নেন।



শেয়ার করুন :