টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে দিলো বাংলাদেশ। প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়ে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের দারুণ বোলিংয়ে লঙ্কানদের বেশি দূর যেতে দেয়নি টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২৫ রান।
শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ব্যাটাররা দারুণ শুরু করলেও ১০ ওভার পর চেপে ধরে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের পর রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ক্রমেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২১ রানে মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে (১০) বোল্ড করেন টাইগার এ পেসার। ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপের প্রথম ম্যাচেই একাদশে ফিরেন তিনি।
তাসকিনের পর দ্বিতীয় আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৪৮ রানের মাথায় কামিন্দু মেন্ডিসকে (৪) ফেরান তিনি।
বিস্তারিত আসছে...