শান্তর বিশ্বাস, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ পিএম, ০২ জুন ২০২৪
শান্তর বিশ্বাস, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমটি খেলতে না পারলেও স্বাগতিকদের সাথে খেলা সিরিজে হারের লজ্জা পেয়েছে টাইগাররা। তবে সবকিছু শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশ্বাস, বিশ্বকাপের মূল পর্বে ভালো করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, “বোলাররা দুর্দান্ত কাজ করেছে, শরিফুল যেভাবে বোলিং করেছে এবং রিশাদ যেভাবে বোলিং করেছে -সত্যিই খুশি। তবে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি।”

শান্ত বলেন, “আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করবো। আগে যা হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি আমরা কতটা সক্ষম, আমাদের সাহসী হতে হবে এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

ভারতের বিপক্ষে খেলেননি ইনজুরি নিয়ে বিশ্বকাপে যাওয়া পেসার তাসকিন আহমেদ। একই সাথে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও বিশ্রামে রাখা হয়েছিল।

তানসিন এবং মোস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী নাজমুল হোসেন শান্ত। বলেন, “তাসকিন এবং ফিজ (মোস্তাফিজ) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যখন ফিরে আসবে, তখন ভিন্ন বলের খেলা হবে।”

ভারতের বিপক্ষে শেষ ওভারের পঞ্চম বলে আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম। যা বাংলাদেশের জন্য নতুন শঙ্কার জন্য দিয়েছে। শরিফুলকে নিয়ে অধিনায়ক জানান, “ তিনি (শরিফুল) পর্যবেক্ষণে আছেন, সম্ভবত ভালো রয়েছেন। প্রথম ম্যাচ খেলতে সবাই খুব উত্তেজিত, তবে আমাদের শান্ত থাকতে হবে।”

৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে এ কয়েকদিন নিজেদের মতো করে অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করবে টাইগাররা।



শেয়ার করুন :