বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে মাঠে গড়াচ্ছে প্রস্তুতি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে কানাডা, ওমান এবং নামিবিয়া জয় পেয়েছে।
সোমবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৬৩ রানের জয় পেয়েছে কানাডা। টস হেরে প্রথমে ব্যাট করে নিকোলাস কির্টনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কানাডা।
কির্টন ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৫২ রান করেন। এছাড়া আট নম্বরে নেমে রবিন্দরপাল সিং ১টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪১ রান করেন। নেপালের অবিনাশ বোহারা ২ উইকেট নেন।
জবাবে কানাডার পেসার ডিলন হেইলিগারের বোলিং তোপে ৩ বল বাকী থাকতে ১২০ রানে অলআউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন কুশল মাল্লা । হেইলিগার ২০ রানে ৪ উইকেট নেন।
মঙ্গলবার (২৮ মে) দিনের প্রথম ম্যাচে ওমান ৩ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। দলের পক্ষে ওপেনার লেগা সিয়াকা সর্বোচ্চ ২৮ রান করেন। ওমানের লেগ স্পিনার আকিব ইলিয়াস ২২ রানে ৩ উইকেট নেন।
১৩৮ রানের টার্গেট স্পর্শ করতে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে ওমানকে। জিশান মাকসুদের ৪৫, খালিদ কাইলের ২৭ ও মোহাম্মদ নাদিমের ১১ বলে অপরাজিত ২২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমান।
দিনের আরেক ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডাকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে রজার মুকাসার ৪১ বলে ৫১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে উগান্ডা।
জবাবে ওপেনার নিকোলাস ডেভিনের ৩টি চার ও ৫টি ছক্কায় ৩৪ বলে গড়া ৫৪ রানের ইনিংসে জয় পায় নামিবিয়া।