দুই স্ট্র্যান্ডবাইসহ মোট ১৭ সদস্যের দল নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর কোচ-নির্বাচকদের ভাবনায় ফেলে দিয়েছে শান্ত-লিটনরা। ইনজুরি শঙ্কার সাথে দলের বাজে ফর্ম মাথায় রেখে এবার ব্যাকআপ হিসেবে ছয় টাইগার ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
শনিবার (২৫ মে) মিরপুরে টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমন তথ্য নিয়েছেন। বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ঢাকায় ‘টাইগার্স ক্রিকেটার্স’ এর সাথে আলাদাভাবে নিজেদের প্রস্তুতি সারছেন এ ছয়জন।
বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ছয়জন হলেন- মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় এবং পারভেজ হোসন ইমন।
গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, “সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে।”
এদিকে, টাইগার্স ক্রিকেটে ডাক পেলেও পারিবারিক কারণে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১০ জুনের আগে ক্যাম্পে যোগ দিতে পারবে না।
লিপু বলেন, “দুর্ভাগ্যজনক এ মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এ ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। এ জন্য সে ১০ জুন পর্যন্ত আমাদের এ ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছে। তার পাশাপাশি আমরা খালেদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।”
রোববার (২৬ মে) সকাল ৯টা থেকে বাংলা টাইগার্স স্কোয়াডে থাকা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক সৌরভ ও মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে আলাদাভাবে সাদা বলের অনুশীলন করবেন সাইফউদ্দিন ছাড়া বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে থাকা পাঁচজন।