যুক্তরাষ্টের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর কোন অজুহাত দেওয়ার মতো জায়গা নেই। কন্ডিশন ছাড়া প্রতিপক্ষ দলের বিপক্ষে সবদিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশের এমন পরাজয় খুবই হতাশাজনক বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ক্রিকেটাররদের স্কিলগত কোন সমস্যা দেখছেন না তিনি। শান্তর দৃষ্টিতের ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।
প্রথম ম্যাচের হারের লজ্জা পাওয়ার পর ধারণা করা হচ্ছিল, এটা কোন অঘটন। তবে একই মাঠে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যা বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে চিন্তায় ফেলে দিয়েছে।
দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “আমাদের জন্য এটা (সিরি হার) খুবই হতাশাজনক। ম্যাচের মাঝখানে প্রায় প্রতিটি ওভারেই আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এটাতেই আমরা ম্যাচ হেরেছি।”
সিরিজ হারের লজ্জা পেলেও বিশ্বকাপের আগে দলের এমন পারফম্যান্সে পজিটিভ কিছু দেখছেন টাইগার অধিনায়ক। তার মতে, যুক্তরাষ্টের কন্ডিশনে এখন ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
শান্ত বলেন, “সত্যি বলতে আমরা ভালো খেলেনি। তবে আমি মনে করি এটা খুবই ভালো একটা সুযোগ (নিজেদের ভুল ঠিক করার)। সামনে আরও একটি ম্যাচ আছে, সেখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করার।”
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচের ব্যাটাররা ভালো করেননি। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের জবাবে ৩ বল বাকি থাকতেই ১৩৮ রানে গুটিয়ে গেচে বাংলাদেশ। দলের পক্ষে চারজন ব্যাটার ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটের ঘরে।
ক্রিকেটারদের এমন পারফম্যান্সে অধিনায়ক বলেন, “আমি মনে করি প্লেয়ারদের স্কিলগত কোন সমস্যা নেই, প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং মাইন্ডসেট ঠিক করা। সত্যি বলতে আমরা দুটি ম্যাচে ভালো খেলিনি।”