আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আইপিএলের তুলনা যুক্তিযুক্ত নয়: শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১২ মে ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আইপিএলের তুলনা যুক্তিযুক্ত নয়: শান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে রানের বন্যা বয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আইপিএলের এ রানের তুলনা হয় না বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসান শান্ত। আসন্ন বিশ্বকাপেও দলীয় রান ১৬০ থেকে ১৮০ রানের মধ্যেই থাকবে বলে মনে করেন তিনি।

রোববার (১২ মে) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই ফরম্যাটে বিশ্বের তারকা ক্রিকেটাররা আইপিএল মাতাচ্ছেন। চলমান আইপিএলে বোলারদের তুলোধোনা করে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা।

আইপিএলের মতো বিশ্বকাপেও রান হবে কি-না এমন এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, “আইপিএল যে উইকেটে খেলা হচ্ছে..., আমার মনে হয় আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না।”

তিনি বলেন, “সর্বশেষ পিএসএলেও এমন রান হয়েছে, ২শ প্লাস, আড়াইশও রান হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আমি যতটুকু জানি যে, ১৬০, ১৭০, ১৮০; দুইশ রান যদি কোন টিম করে সেটা খুব ভালো। এটাও সচরাচর কিন্তু দেখা যায় না।”

বিশ্বকাপ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, “আমার কাছে মনে হয় যে, বিশ্বকাপে এ রকমই রান হবে। ১৬০ থেকে ১৮০ রানের মধ্যেই থাকবে, ভালো উইকেটে। এর মধ্যেই বোলারদের ডিফেন্ট করতে হবে। আইপিএলের সাথে তুলনা করা কখনোই আমার মনে হয় না যুক্তিযুক্ত।”



শেয়ার করুন :