জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৮ মে ২০২৪
জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের শেষ দুই ম্যাচের ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ সামনে রেখে সিরিজের শেষ দুই ম্যাচে সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমানকে দলে ফেরানো হয়েছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ১০ মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান।

সাকিবের ফেরার সিরিজের বাকি দুই ম্যাচে আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে না থাকা সৌম্য সরকারকে ফেরানো হয়েছে।

তাদের তিন জনকে ফেরাতে গিয়ে ব্যাটার পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এবং পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়া পারভেজ হোসেন প্রথম তিন ম্যাচের কোনটিতেই খেলেননি। জাতীয় দলের হয়ে এখণ পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি খেলা পারভেজকে সিরিজে কোন ম্যাচ না খেলিয়েই বাদ দেওয়া হয়েছে।

একই ঘটনা ঘটেছে আফিফের ক্ষেত্রেও। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ জাতীয় দলে খেলা আফিফকেও প্রথম তিন ম্যাচে বসে থেকেই সময় পার করতে হয়েছে।

চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন মিরপুরে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল (শেষ দুই ম্যাচ)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনীক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার এবং মোহাম্মদ সাইফুদ্দিন।



শেয়ার করুন :