টস হেরে প্রথমে ব্যাটিং পেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৭ মে ২০২৪
টস হেরে প্রথমে ব্যাটিং পেল বাংলাদেশ

সিরিজের তৃতীয় ম্যাচে এসে টস ভাগ্যে হারলো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করলেও এ ম্যাচে পেয়েছে ব্যাটিং করার আমন্ত্রণ। প্রথমবারের মতো টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে, জয় তুলে সিরিজ হার এড়ানোর লক্ষ্য সফরকারীদের।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা এ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম এবং মাহেদী হাসানকে একাদশে বাইরে রাখা হয়েছে। তাদের দুজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব এবং তানভির ইসলাম।

বাংলাদেশের ন্যায় সিরিজ রক্ষার ম্যাচে জিম্বাবুয়ের একদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

বাংলাদেশ একাদশ
তানজিত হাসান তামিম, লিটন দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্লেসিং মুজারাবানি।



শেয়ার করুন :