জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কোর পরিবর্তন আনেনি। তবে সমতায় ফেরার লক্ষ্যে জিম্বাবুয়ে একাধিক পরিবর্তন এনেছে।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় লিটন কুমার দাসকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামও দেওয়া হতে পারে। তবে ফর্মে ফিরতে লিটন দাসের উপর বিশ্বাস রেখেছে টিম মেনেজম্যান্ট।
বাংলাদেশ কোন পরিবর্তন না আনলেও সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে খেলা শন উইলিয়ামস ও ওয়েলিংটন মাসাকাদজাকে বাইরে রাখা হয়েছে।
তাদের দুজনের পরিবর্তে জোনাথন ক্যাম্পবেল এবং এইনস্লে এনদোলোভুকে একাদশে যুক্ত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ দিয়ে স্পিন অলরাউন্ডার জোনাথন ক্যাম্পবেলের টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হচ্ছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ার্ন বার্ল, লুক জঙ্গুয়ে, এইনস্লে এনদোলোভু, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।