ওয়ানডে ক্রিকেটে ফর্মে না থাকলেও টি-টোয়েন্টি অভিষেকেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করলেন তানজিদ হাসান তামিম। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত তানজিদ তামিম অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে প্রথমে ব্যাট করতে নেমে তাসকি-সাইফুদ্দিনদের বোলিং তোপে শেষ বলে গুটিয়ে যাওয়া আগে ১২৪ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে দুইবার বৃষ্টির বাঁধায় পড়লেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস ১ রানে প্যাভিলিয়ানের পথ ধরলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৫ রান।
শুরুতে উইকেট হারালেও ওপেনার তানজিদ তামিমের সাথে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক শান্ত। ২৪ বলে ব্যক্তিগত ২১ রানে শান্ত ফিরে গেলে ব্যাট হাতে তানজিদ তামিমের সঙ্গী হোন তাওহিদ হৃদয়। দুজনেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
তানজিদ তামিম ৬৭ এবং তাওহিদ হৃদয় ৩৩ রানে অপরাজিত ছিলেন। ৪৭ বলে তামিমের ইনিংসের ৮টি চার ও ২টি ছক্কার মার ছিল। বিশ্বকাপ সামনে রেখে অভিষেকেই এমন ইনিংস নিশ্চিতভাবেই আগামীর পথে সাহস যোগাবে তানজিদ তামিমের।
অন্যদিকে, ১৮ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়েকে হারানোর এ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে ১২৪ রানে আটকে দেওয়ার পথে বল হাতে মাত্র ১৪ রান দিয়ে তাসকিন তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।
এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি জিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।