টানা হারে দুই টি-টোয়েন্টি বাকি থাকতেই ভারতের মেয়েদের কাছে পাঁচ ম্যাচের সিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ এবং বৃষ্টি আইনে দ্বিতীয় ম্যাচে ১৯ রানে জয় পেয়েছিল ভারতীয় মেয়েরা।
বৃহস্পতিবার (২ মে) টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার দিলারা আক্তার।
এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ এবং সোবহানা মোস্তারি ১৫ রান করেন। বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। এ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত কররো সফরকারী ভারত নারী ক্রিকেট দল।