চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল দিলো আফগানিস্তান। ১৫ সদস্যের বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ব্যাটার মাত্র ৪ জন। তবে অলরাউন্ডার নেওয়া হয়েছে ৬ জন। বিশ্বকাপ দলের ৮ জনই আইপিএল খেলছেন।
১৯ বছরের উইকেটরক্ষক ব্যাটার ও ২০ বছরের তরুণ বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে বিশ্বকাপের দলে নিয়েছে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানরা।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হাসমত উল্লাহ শহিদির উপর এবার আস্থা রাখতে পারেনি আফগানিস্তান। তাকে বিশ্বকাপ দলেও রাখা হয়নি।
রশিদ খানের নেতৃত্বে আফগানদের বিশ্বকাপ দলে আছেন রহমানুল্লাহ গুরবাজ। বিকল্প উইকেটরক্ষক হিসেবে আছেন ১৯ বছরের মোহাম্মদ ইশাক।
SQUAD ANNOUNCEMENT!
— Afghanistan Cricket Board (@ACBofficials) April 30, 2024
Here’s AfghanAtalan’s Squad for the ICC Men's T20I World Cup 2024. #AfghanAtalan | #T20WorldCup pic.twitter.com/M7oTF8ZPaa
স্পিনে আফগানিস্তান দুর্দান্ত দল হলেও তেমন বাঁ-হাতি অফ স্পিনার ছিল না। বিশ্বকাপে ওই অভাব পূরণে নাঙ্গিয়াল খারোটিকে দলে ভিড়িয়েছে তারা। ২০ বছরের এ তরুণ ক্রিকেটার ব্যাট হাতেও বেশ ভালো।
আফগানিস্তানের বিশ্বকাপ দল
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জানাত, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক, ফজল হক ফারুকি, ফারিদ আহমেদ মালিক।