টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৪ এপ্রিল ২০২৪
টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ফরম্যাটের জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জা পেল নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুরে সর্বশেষ টি-টোয়েন্টিতে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে শতরান পার করলেও তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের বোলারদের বিপরীতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়ে অসি নারীরা। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ও অধিনায়ক অ্যালিসা হিলি।

জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশ করেন বাংলাদেশের নারী ব্যাটাররা। পুরো সিরিজের মতো শেষ ম্যাচেই অনেকটা যাওয়া আসার মাঝে ছিলেন মুরশিদা-স্বর্ণারা।

দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩১ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেললেও বাকিরা আর কেউ হাল ধরতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে নিগার আউট হলে ১৮.১ ওভারে ৭৮ রানেই থেকে যায় বাংলাদেশের ইনিংস।

নিগার ছাড়া ওপেনার দিলারা আক্তার ১২, রিতু মনি ১০ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১১ রান। বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।



শেয়ার করুন :