বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারও বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজ উপলক্ষে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত সূচি অনুযায়ী ঈদের পর ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে সিলেট চলে যাবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল (রোববার)। সিরিজের বাকি চারটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল (মঙ্গলবার), ২ মে (বৃহস্পতিবার), ৬ মে (সোমবার) এবং সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ মে (বৃহস্পতিবার)। সিরিজ শেষে ১০ মে (শুক্রবার) দেশের উদ্দেশ্যে উড়াল দেবে ভারতী নারী ক্রিকেট দল।

সিরিজের প্রথম দুটি এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ডে-নাইট। ম্যাচ তিনটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে, ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়।

তারিখ সূচি ম্যাচ শুরুর সময় ভেন্যু
২৩ এপ্রিল, ২০২৪ ঢাকা পৌঁছাবে ভারত দল --- -----
২৮ এপ্রিল, ২০২৪ প্রথম টি-টোয়েন্টি ৬.৩০ পিএম এসআইসিএস
৩০ এপ্রিল, ২০২৪ দ্বিতীয় টি-টোয়েন্টি ৬.৩০ পিএম এসআইসিএস
০২ মে, ২০২৪ তৃতীয় টি-টোয়েন্টি ২.০০ পিএম এসআইসিএস আউটার
৬ মে, ২০২৪ চতুর্থ টি-টোয়েন্টি ২.০০ পিএম এসআইসিএস আউটার
৯ মে, ২০২৪ পঞ্চম টি-টোয়েন্টি ৬.৩০ পিএম এসআইসিএস
১০ মে, ২০২৪ ভারত গমন ---- ----

২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ট্রাই হওয়ায় ১-১ জয়ে সিরিজ শেষ হয়েছিল। ওই ম্যাচে মেজাজ হারিয়ে আচরণবিধির লঙ্ঘনের কারণে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। একই সাথে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছিল আইসিসি।



শেয়ার করুন :