দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০২ এপ্রিল ২০২৪
দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ওয়ানডে সিরিজের পর সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশের মেয়েরা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো অসি মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া নারী দল। দলের পক্ষে জর্জিয়া ওয়ারহাম সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ফলে ৫৮ রানের পরাজয়ের পাশাপাশি সিরিজ হার নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলনাতা জ্যোতির দল বাংলাদেশ।

ব্যাট হাতে ফাহিমা খাতুন ১৮ বলে ১৫, স্বর্ণা আক্তার ১৭ বলে ২১ রান করেন। শেষ দিকে রাবেয়া খান ১৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান। বাকি কেউ ছুঁতে পারেননি দু-অঙ্ক।

অসি বোলার অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন মেগান স্কাট।

এর আগে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে এ কৃতীত্ব গড়লেন বাংলাদেশি নারী পেসার।



শেয়ার করুন :