নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথম ম্যাচের ন্যায় আবারও টার্গেট নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয় পাওয়া প্রথম ম্যাচে আঘাত পাওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছেন না ওপেনার লিটন দাস। তার পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারী।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। নেপিয়ারে প্রথম ম্যাচে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে চোট পান কিপার-ব্যাটসম্যান। তার পরিবর্তে ম্যাচটিতে উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন রনি তালুকদার।
বিসিবি থেকে জানানো হয়, স্ক্যান করা হলে লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি। অন্যদিকে, প্রথম ম্যাচে হাতে আঘাত পাওয়ায় সৌম্য সরকারের হাতে এক্সে করা হয়েছিল। তবে কোন সমস্যা ধরা না পরায় দ্বিতীয় ম্যাচে খেলছেন তিনি।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।