২০২৩ সালে টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের এই ফরম্যাটের সিরিজে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে এবার স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে বছরের শেষ সিরিজ খেলতে নামছে টাইগাররা। আর এটি হলে নিউজিল্যান্ডের ঘরের মাঠে আরও একটি ইহিতাস রচনা করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
শেষ হতে চলা ২০২৩ সালে এখন পর্যন্ত তিনটি সিরিজ অংশ নিয়ে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষে দলগুলো হলো- ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। এক সময় টি-টোয়েন্টিতে সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচিত হলেও দলের এমন পারফরমেন্সে এ ফরম্যাটে বাংলাদেশের উন্নতির চিত্র লক্ষণীয়।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এ বছরের মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বেশি রোমাঞ্চিত বাংলাাদেশ। কারণ এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে সব সময়ই জিততে চায় টাইগাররা।
ঘরের মাঠেই তিনটি সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এ সিরিজের পারফরমেন্সেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রকৃত অগ্রগতি ফুটে উঠবে।
টাইগারদের এ সফরে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ ওয়ানডে ম্যাচে জয়হীন ছিল। প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচে জয় পেয়ে ইতিহাস গড়া সিরিজেও প্রথম দুই ম্যাচ হেরেছিল টাইগাররা। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানেড ম্যাচ জিতে ইতিহাস গড়ার পর এবার টি-টোয়েন্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। যেখানে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টি-টি-টোয়েন্টি ম্যাচ খেলে কখনো জিততে পারেন বাংলাদেশ। সবকটিতেই হেরেছে টাইগাররা।
তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ওওয়ানডেতে হারের বৃত্ত ভেঙে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গত বছর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা, এরপর চলমান সফরে ভাঙে ওয়ানডেতে জিততে না পারার খরা। ঐতিহাসিক ওয়ানডে ম্যাচ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্ট শেষে মাউন্ড মাউঙ্গানেই-তে বাকি দুই অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। সেখানে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হলেও সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ শুরু হবে সকাল ৬টায়। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নশেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিসাদ হোসেন, তানভির ইসলাম এবং তানজিম হাসান সাকিব।