মুর্শিদার ফিফটির পর স্বর্ণার পাঁচ উইকেট, ট্রাইগ্রেসদের দারুণ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩
মুর্শিদার ফিফটির পর স্বর্ণার পাঁচ উইকেট, ট্রাইগ্রেসদের দারুণ জয়

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওপেনার মুর্শিদা খাতুনের ফিফটির পর স্বর্ণা আক্তারের পাঁচ উইকেট শিকারে দক্ষিণ আফ্রিকা নারীদের বিপক্ষে ১৩ রানের জয়ং তুলে নিয়েছে টাইগ্রেসরা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার উইলমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক। প্রথমে ব্যাট করে মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ রানের উপর ভর করে ১৪৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার অ্যানেকে বোশের ফিফটিতে বাংলাদেশ শিবিরে শঙ্কা জাগালেও স্বর্ণা আক্তারের বোলিং তোপে জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট শিকার করেন স্বর্ণা।

প্রথমে ব্যাট করতে নেমে মুর্শিদার ৬২ রান ছাড়াও শামীমা সুলতানা ২৪, সুবহানা মোস্তারি ১৬ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ৩৪ রান করেন। তাদের এই ব্যাটিং ইনিংসের সাথে অতিরিক্ত হিসেবে দলীয় রানের সাথে যোগ হয় ১৩ রান। ফলে দক্ষিণ আফ্রিকা নারী দলের সামনে বাংলাদেশ নারী দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যানেকে বোশ ও অধিনায়ক তাজমিন ব্রিটসের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরে শঙ্কা জাগিয়ে তুলেছিল। দু'জনের ওপেনিং জুটি থেকে আসে ৬৯ রান। ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে তাজমিন ব্রিটসকে (৩০) ফেরান রাবেয়া খান।

প্রথম উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন অ্যানেকে বোশ। তবে স্বর্ণা আক্তারদের বোলিং তোপে তাকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি। মাঝে দুই ব্যাটার ১৮ ও ১৫ রানের ইনিংস খেলে কিছুটা হাল ধরলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে।

ইনিংসের ১৮তম ওভারে অ্যানেকে বোশকে ফিরিয়ে দিয়ে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের নারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে ১৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচ সেরা হয়েছে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করা স্বর্ণা আক্তার।



শেয়ার করুন :