পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৭ অক্টোবর ২০২৩
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো টাইগ্রেসরা

এক ম্যাচ বাকি থাকতেই সফররত পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নারী দলকে ২০ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগ্রেসরা।

শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে ব্যাট হাতে ম্যাচ সেরা নাহিদা আক্তার ২২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তানি নারী দল। ফলে ২০ রানের জয় তুলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন একপ্রান্ত ধরে খেলতে থাকেন।

তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারি ভালো শুরু করেও বেশি দূর যেতে পারেননি। ২ চারে ১১ বলে ১৬ রানে ফিরেন তিনি। এছাড়া মুর্শিদা ২৮ বলে ২০ রান করেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান।

পঞ্চম উইকেট জুটিতে রিতু মনি ও স্বর্ণা দলীয় সংগ্রহ ১'শ পার করেন। ২১ বলে করেন ১৯ রান করে রিতু আউট হলে তাদের জুটি ভাঙে। শেষ পর্যন্ত স্বর্ণা ২৭ রানে এবং অভিষিক্ত শরিফা খাতুন ১ রানে অপরাজিত ছিলেন।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ২ চারে ৪৪ বলে ৩০ রান করেন বিসমাহ মারুফ। এছাড়া ব্যাট হাতে আর মাত্র দু'জন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছেন। বাকি সবাইকে এক অংকের ঘরে আটকে রেখেছিল টাইগ্রেস বোলাররা।



শেয়ার করুন :