কয়েকদিন আগে টি-টেন ক্রিকেটের আনুষ্ঠানিক অনুোদন দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আবেদনে সাড়া দিয়ে দেশটির প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের অনুমোদন দিলো আইসিসি।
চলতি বছরের শুরুতে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে এসিবি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে আগামী ৫-২১ অক্টোবর পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৩টি। প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ লিগে বিদেশি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা করছে আয়োজকরা। কম বেশি ৪০ জন বিদেশি খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যে কারণে এপিএলের সব ম্যাচ হবে শারজাহতে। আবুধাবি এবং দুবাইতে হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ।
Another T20 league is on its way - ICC this week gave its approval to the Afghanistan Cricket Board for an Afghanistan Premier League.
— ICC (@ICC) August 12, 2018
https://t.co/2QpBFtthCO pic.twitter.com/RQSE513tQX