শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক সাইফ হাসানের অপরাজিত ফিফটিতেও স্বল্প পূঁজিতে আটকে গিয়েছিল বাংলাদেশ। ভীরেন্দর সিংয়ের ঝড়ো ফিফটিতে হারের শঙ্কা আরও প্রবল হয়েছিল। তবে শেষ ওভারে আফিফের দারুণ বোলিং শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে টাইগাররা। এ জয়ে এশিয়ান গেমসে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার (৪ অক্টোবর) চীনের হাংঝোতে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১১৬ রানের জবাবে ১১৪ রান করতে পারে মালোয়েশিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া সাইফ হাসান অপরাজিত ৫০ রান করেন। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৩, শাহাদাত হোসেন ২১ এবং জাকির আলী অপরাজিত ১৪ রান করেন।
এর আগে দুই ওপেনার পারভেজ হাসান ইমন এবং মাহমুদুল হাসান জয় খালি হাতে ফিরেন। দলীয় ১ রানের দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
স্বল্প পূঁচি নিয়েও অনেকটা নাটকীয়ভাবে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে গেমস ক্রিকেটের সেমি ফাইনালে উঠে বাংলাদেশ। ১১৭ রনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান ব্যাটার ভিরানদিপ সিংয়ের ব্যাটে নিশ্চিত জয়ের পথে চলে গিয়েছিল মালয়েশিয়া।
ভিরানদিপ সিং করেছিলেন ৩৯ বলে ৫২ রান। শেষ ওভারে তাকে আউট করে দেন আফিফ হোসেন। তার আউটের পরই মূলত বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
শেষ ওভারে জয়ের জন্য মালোয়েশিয়ার ৫ রানের প্রয়োজন হলে প্রথম তিন বল ডট আদায় কের চতুর্থ বলে উইকেট শিকার করেন আফিফ। পরের দুই বলে মালোয়েশিয়া ২ রানের বেশি নিতে পারেনি। ফলে ২ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ।