নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন চান্ডিমাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৯ আগস্ট ২০১৮
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন চান্ডিমাল

খেলার মূলনীতি ভঙ্গের দায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ফিরলেন দিনেশ চান্ডিমাল। নিজ মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাকে। চান্ডিমালকে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ দল ঘোষণা করেছে।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে লঙ্কার হয়ে সিরিজ জয়ী দুই টেস্টে এবং এরপর প্রথম চার ওয়ানডে খেলতে পারেননি। পাঁচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী রোববার অনুষ্ঠিত হবে। তবে এ ম্যাচের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য দিবা-রাত্রির টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে অস্বীকার করায় চান্ডিমাল, শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা নিষিদ্ধ করে আইসিসি। এর আগে প্রথম টেস্টে তার বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগও ওঠে।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে তাকে নিষিদ্ধ করা হয় এবং ম্যাচ ফি কেটে নেয়া হয়। স্পিরিটি অব গেম ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হলে পরবর্তীতে তাকে আরও দুই টেস্ট ও চার ওয়ানডে নিষিদ্ধ করা হয়।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, কুসল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিজ, থিসারা পেরেরা, শেহান জয়সুরিয়া, শেহান মাদুশাঙ্কা, লাহিরু কুমারা, দিনেশ চান্ডিমাল, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, লক্ষন সান্দাকান ও বিনুরা ফার্নান্দো।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ হলেন গুনাথিলিকা

নিষিদ্ধ হলেন গুনাথিলিকা

হাথুরুকে নিষিদ্ধ করলো আইসিসি

হাথুরুকে নিষিদ্ধ করলো আইসিসি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

দেশীয় খেলোয়াড় নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি লিগ

দেশীয় খেলোয়াড় নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি লিগ