ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ফিজের এমন পারফরমেন্সে উচ্ছ্বাসিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে খেলা দল মুম্বাই ইন্ডিয়ান্স।
টুইটারে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে মোস্তাফিজুরের ছবি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স লিখেছে, ‘উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছে মোস্তাফিজুর রহমান এবং চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
With 8 wickets in 3 matches against the Windies, @Mustafiz90 finished as the leading wicket-taker and played a pivotal role in helping win the T20I series against the champions. #CricketMeriJaan pic.twitter.com/QyUD1sQFRl
— Mumbai Indians (@mipaltan) August 6, 2018
সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ২০১৬ সালের আইপিএলে প্রথম খেলতে নামেন মোস্তাফিজ। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেন ফিজ। পরের আসরে হায়দারাবাদের হয়ে ১টির বেশি ম্যাচ খেলতে পারেননি । ফলে পরের আসরের জন্য তাকে ছেড়ে দেয় হায়দারাবাদ।
২০১৮ সালের আসরের জন্য মোস্তাফিজকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বাইয়ে জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারেননি মোস্তাফিজুর। মাত্র ৭ ম্যাচে ৭ উইকেট নেন এ বাঁ-হাতি বোলার।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোস্তাফিজ। তিন ম্যাচের ওয়ানডেতে ৫ ও টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেন। ফিজের এমন পারফরমেন্সে খুশি হওয়াতে টুইটারে টুইট করে মুম্বাই।