লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেল বাংলাদেশের সাকিব-লিটনের গল টাইটান্স। আসরের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ডাম্বুলা আউরার কাছে ৬ উইকেটে হেরেছে গল। ম্যাচে সাকিব ১৯ রান ও ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হওয়া লিটন করেছেন ৮ রান।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে গল। ওপেনার লাসিথ ক্রসপুল্লির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে গল।
লাসিথ ৭টি চারে ৬১ বলে সর্বোচ্চ ৮০ রান করেন। তিন নম্বরে নেমে ১টি চারে ৭ বলে ৮ রান করেন লিটন। চার নম্বরে ৩টি চারে ইনিংস বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। তবে ১৭ বলে ১৯ রানে থেমে যান বিশ্ব সেরা টাইগার অলরাউন্ডার।
১৪৭ রানের টার্গেটে ৩৩ রানের সূচনা পায় ডাম্বুলা। তৃতীয় বোলার হিসেবে আক্রমনে এসে চতুর্থ ওভারেই ডাম্বুলার উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। ১৪ বলে ২৪ রান করা আবিস্কা ফার্নান্দোকে শিকার বানান সাকিব।
তবে শেষ পর্যন্ত কুশল পেরেরার ৩৯ বলে ৫৩ এবং কুশল মেন্ডিস ৪৫ বলে ৪৯ রানে ২ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় ডাম্বুলা। এ জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো ডাম্বুলা। বল হাতে ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট নেন সাকিব।
এদিকে, এ ম্যাচ হারলেও ফাইনালে উঠার সুযোগ থাকছে সাকিব-লিটনের গলের। কারণ, দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে তারা। এলিমিনেটর ম্যাচে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংসের মধ্যকার বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে সাকিবের দল।