র‌্যাংকিংয়ে এগিয়ে গেল সাকিব-তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৭ আগস্ট ২০১৮
র‌্যাংকিংয়ে এগিয়ে গেল সাকিব-তামিম

ছবি : ক্রিকইনফো

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় সাকিব ব্যাটসম্যানদের তালিকায় আট ধাপ এগিয়েছেন।

সাকিব বর্তমানে ৪৫তম স্থানে রয়েছেন। তবে অলরাউন্ডারদের তালিকায় একই স্থানে রয়েছেন সাকিব। তৃতীয় স্থানে থাকলেও ৩১ রেটিং বেড়েছে সাকিবের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি হাফ-সেঞ্চুরিসহ ১০৩ রান করেছেন সাকিব। বল হাতে ৩ উইকেট নেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ উন্নতি হয়েছে তামিমের। তিন ম্যাচে ৯৫ রান করা তামিম ৩৯তম স্থানে উঠে এসেছেন।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ফলে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ২২ ধাপ উন্নতি হয়েছে লিটনের। তার বর্তমান র‌্যাংকিং ৭১।

টাইগারদের এ সফরে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের ২-১ ম্যাচে সিরিজ জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।



শেয়ার করুন :


আরও পড়ুন

সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

দল ও নিজের পারফরমেন্সে খুশি সাকিব

দল ও নিজের পারফরমেন্সে খুশি সাকিব

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান সাকিবের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান সাকিবের

সিরিজ জিতে টেস্ট নিয়ে কথা বললেন সাকিব

সিরিজ জিতে টেস্ট নিয়ে কথা বললেন সাকিব