মন্ট্রিল টাইগার্সের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের টনের্ডো ইনিংসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপার স্বাদ নিতে পারলেন না সারে জাগুয়ার্সের হয়ে খেলতে নামা বাংলাদেশের লিটন দাস। ফাইনালে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে মন্ট্রিল টাইগার্স। ৬ বলে অপরাজিত ২০ রান করেন রাসেল।
রোববার (৬ আগস্ট) দিনগত রাতে ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সারে জাগুয়ার্স। উদ্বোধনী জুটিতে ৬ ওভারে ৩৫ রান তুলেন সারের দুই ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস ও ওমানের জতিন্দার সিং। ২২ বলে ২৩ রান করে ফিরেন হারিস।
এরপর ক্রিজে আসেন লিটন। এ ম্যাচেও সুবিধা করতে পারেননি তিনি। ১টি বাউন্ডারিতে ১৩ বলে ১২ রান করে আউট হন লিটন। শেষ পর্যন্ত জতিন্দারের ৫৭ বলে ৩টি চারে ৫৬ ও ওমানের আয়ান খানের ১৫ বলে ২৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় সারে। মন্ট্রিলের স্পিনার আয়ান আফজাল খান ২টি উইকেট নেন।
জবাবে টপ ও মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৭৮ রান পায় মন্ট্রিল। এমন অবস্থায় ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৫৩ রান দরকার পড়ে তাদের। ১৮তম ওভারের শেষ বলে নেপালের দিপেন্দ্র সিং ১৬ রানে আহত অবসর নিলে ক্রিজে আসেন রাসেল।
শেষ ২ ওভারে ২৫ রানের দরকারে ১৯তম ওভারে ১২ রান পায় মন্ট্রিল। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে রাসেলের এক ছক্কা প্রথম পাঁচ বলে ১১ রান পেয়ে যায় মন্ট্রিল।
শেষ বলে ছক্কা মেরে প্রথমবারের মত মন্ট্রিলকে শিরোপার স্বাদ পাইয়ে দেন রাসেল। ১টি চার ও ২টি ছক্কায় ৬ বলে অপরাজিত ২০ রান করেন তিনি। ২৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।
What a match! What an ending! Dre Russ gets the Tigers their first GT20 Canada Silverware #GT20Canada #GT20Season3 #GlobalT20 #CricketsNorth #GT20Finals #SJvMT pic.twitter.com/UN2xsQpA71
— GT20 Canada (@GT20Canada) August 7, 2023
এবারের আসরে ৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৫২ রান করলেন লিটন। এছাড়া চ্যাম্পিয়ন মন্ট্রিল টাইগার্সের হয়ে এবারের আসরে ৪ ম্যাচ খেলেছিলেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। ৪ ম্যাচে ব্যাট হাতে ১০২ রান ও ৫ উইকেট নেন সাকিব। এরপর লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিয়েছেন সাকিব।