তিন ম্যাচের টিটোয়েন্টে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় নারী দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৩ জুলাই) সিরিজের শেষ টি টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ বছর পর ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল টিম টাইগ্রেস। তবে দ্বিপাক্ষিক সিরিজে এটিই প্রথম জয় বাংলাদেশের মেয়েদের।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০৩ রানের লক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল পৌঁছায় ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে। শামীমা সুলতানা সর্বোচ্চ ৪২ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৪ এবং সুলতানা খাতুন করেন ১২ রান।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের দারুণ বোলিংয়ে ১০২ রানে আটকে যায় ভারত। শেষ ১১ রানে ৬ উইকেট হারায় সফরকারী দল। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে এ সংগ্রহ গড়ে ভারতীয় মেয়েরা।
দলের পক্ষে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ২৮, স্বস্তিকা ভাটিয়া ১২ ও শেফালি ভার্মা ১১ রান করেন। বাকি কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ রতে পারেনি।
বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রাবেয়া খান তিনটি ও সুলতানা খাতুন দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।