ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শর্ত সাপেক্ষে নিজ দেশের খেলোয়াড়দের খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শর্ত হলো- পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগে দলে থাকা খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে হবে।
শুরুতে এবারের আসরে পাকিস্তানি খেলোয়াড়দের অংশ নেয়া নিয়ে আপত্তি তুলেছিল পিসিবি। তবে শর্ত আরোপ করে সুযোগ দিয়েছে পিসিবি। সিপিএলে মোট ৬ দলের মধ্যে ৫ দলেই রয়েছে পাকিস্তানি খেলোয়াড়।
বার্বাডোজ ট্রাইডেন্টস, সেন্ট লুসিয়া স্টার্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাহওয়াস এবং ত্রিনবাগো নাইট রাইডার্সে কমপক্ষে একজন করে পাকিস্তানি খেলোয়াড় খেলবেন। একমাত্র সেইন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়ট দলে কোন পাকিস্তানি খেলোয়াড় নেই।
শর্ত শাপেক্ষে পিসিবির অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা ১১ জন খেলোয়াড় হলেন- শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি, জুনায়েদ খান, রুম্মন রইস, হুসাইন তালাত, ইমাদ ওয়াসিম ও শাদাব খান।
সিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে জ্যামাইকা তালাওয়াসে খেলবেন আফ্রিদি ও ওয়াসিম, বার্বাডোজের হয়ে অংশ নেবেন ওয়াহাব, জুনায়েদ ও ইরফান, সেন্ট লুসিয়ার জার্সি গায়ে জড়াবেন সামি, রুম্মন ও তালাত, গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে নিয়েছে মালিক ও তানভীরকে এবং ত্রিনিবাগো নাইট রাইডার্সে খেলবেন শাদাব।
চলতি মাসের (আগস্ট) ৮ তারিখ থেকে মাঠে গড়াবে সিপিএলের এবারের আসর। সিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর।