আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি ফরম্যাচেও ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। একই সাথে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলে ইবাদত হোসেন চৌধুরিকেও ফেরানো হয়েছে। তবে কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন জাকের আলি অনিক।
রোববার (১৮ জুন) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গতকাল (শনিবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল দিয়েছে বিসিবি।
ঘরের মাঠে চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন আফিফ। এরপর আর টি-টোয়েন্টি দলে জায়গা পাননি দেশের হয়ে টানা ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়া এ টাইগার ব্যাটার।
মূলত ব্যাট হাতে নিজের নামের সুবিচার করতে না পারায় দল থেকে বাইরে চলে যান আফিফ। কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ চলে যান দলের বাইরে।
আফিফ দল থেকে বাদ পড়ার আগের সর্বশেষ ১২ ইনিংসে স্পর্শ করতে পারেননি কোন ফিফটি। সবগুলো ম্যাচ মিলি আফিফের সোট রান ছিল ১৯৪ রান। যার ফলস্রুতিতে আয়ারল্যান্ড সিরিজেও জায়গা পাননি বাঁহাতি এ মিডল অর্ডার ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের সংস্করণে ছন্দে ফেরায় ওয়ানডের প এবার টি-টোয়েন্টি দলেও ফেরানো হলো।
আফিফ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের দলে ফিরেছেন ইবাদত হোসেন। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন তিনি।
আফিফ-ইবাদত ফিরলেও আগের দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে ১৪ ও ১৬ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে ইতিমধ্যে রেকর্ড রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।