বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০১ আগস্ট ২০১৮
বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক হলেন তামিম-সৌম্য

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। হেরে গেলেও বাংলাদেশের দুই ওপেনার শূন্য রানে আউট হয়ে গড়েছেন বিশ্বরেকর্ড!

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বাসেটেরেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দু’জনই নিজের প্রথম মুখোমুখি হওয়া বলে শূন্য হাতে ফিরেন। টি-টোয়েন্টি ফরম্যাটে একই ইনিংসে মুখোমুখি নিজেদের প্রথম বলে দুই ওপেনারের আউট হওয়ার নজির এই প্রথম ঘটলো। তাই টি-টোয়েন্টিতে ‌বিষাদময় বিশ্বরেকর্ডের মালিক তামিম-সৌম্য।

তামিম-সৌম্যর আউট হবার ধরন ছিল অবাক করার মত। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় তামিম ইনিংসের প্রথম বলেই ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার অ্যাশলে নার্সকে উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পড হয়ে নিজের ইনিংসের সমাপ্তি নিজেই ডেকে আনেন।

অন্যদিকে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ ও নিজের প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য হাতে ফিরেন সৌম্য। ঘাতক নার্সের ডেলিভারিটি বুঝতেই পারেননি সৌম্য। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাকফুটে খেলেন তিনি। বলের লাইনে পা না নিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন সৌম্য।

ফলে তামিম-স্যৌম্য গোল্ডেন ডাক নিয়ে নিজের ব্যাটিং পর্ব শেষ করেন। এতেই বিশ্বরেকর্ড গড়েন তারা। যা লজ্জার রেকর্ড হয়েই থাকবে ক্রিকেট বইয়ে। আর বাংলাদেশও শেষ পর্যন্ত ৭ উইকেটের হারের স্বাদ গ্রহণ করে।



শেয়ার করুন :


আরও পড়ুন

এলোমেলো ব্যাটিংয়েই হারলো বাংলাদেশ

এলোমেলো ব্যাটিংয়েই হারলো বাংলাদেশ

দ্রুত উইকেট হারানোই হারের কারণ : সাকিব

দ্রুত উইকেট হারানোই হারের কারণ : সাকিব

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গেইল

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গেইল