টস হারলেন সাকিব, ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ০১ আগস্ট ২০১৮
টস হারলেন সাকিব, ব্যাট করছে বাংলাদেশ

টেস্ট ওয়ানডের পর এবার শুরু হলো টি-টোয়েন্টি সিরিজি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নিয়েছে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের সুখ-স্মৃতি নিয়ে এবার সাকিব আল হাসানের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা।

গত জুনে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় সাকিবের দল। তাই সাম্প্রতিক রেকর্ডের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে।

তবে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের খুব একটা খারাপ নয়। চারবার দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দু’দল। এর মধ্যে ২টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ও ১টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ছয়বারের মুখোমুখিতে ২ ম্যাচে জয় পায় বাংলাদেশ, ৩টিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কেমো পল ও কেসরিক উইলিয়ামস।



শেয়ার করুন :


আরও পড়ুন

গেইল বিহীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

গেইল বিহীন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা খেলেন রুবেল, আইসিসির তিরস্কার

স্ট্যাম্পের মাইক্রোফোনে ধরা খেলেন রুবেল, আইসিসির তিরস্কার

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা