প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৩ মে ২০২৩
প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব

ক্যারিয়ারে প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের সাথে চুক্তি করেছেন সাকিব।

শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, সাকিবের সাথে সরাসরি চুক্তি করেছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স।

গল গ্ল্যাডিয়েটর্সে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে। শ্রীলঙ্কা ছাড়া ইতিমধ্যেই বিশ্বের প্রায় সব জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন সাকিব।

সাকিব ছাড়াও গত মাসে টুর্নামেন্টের ড্রাফটে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের অন্য দুই খেলোয়াড় হলেন লিটন দাস ও আফিফ হোসেন। আগামী ১১ জুন এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এই মৌসুমের এলপিএলে মোট পাঁচটি দল অংশ নিবে।

সরাসরি চুক্তিতে খেলোয়াড় দল ভুক্ত করার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। তার সুবাদে শক্তি বাড়ানোর সুযোগ নিয়েছে তারা। শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভার সাথে চুক্তিবদ্ধ করেছে ক্যান্ডি ফ্যালকন্স এবং জাফনা কিংসের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।

প্রতিবেদনে জানানো হয়, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।



শেয়ার করুন :