টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৮
টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

দুর্দান্ত পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। দলের পারফরমেন্সে পুরোপুরি খুশী হতে না পারলেও অসন্তুষ্ট নন অধিনায়ক মাশরাফি। তবে ওয়ানডে সিরিজের পারফরমেন্স অব্যাহত রেখে টি-টোয়েন্টি ফরম্যাটেও ভালোর প্রত্যাশা করেছেন।

গত বছরের এপ্রিলে ছোট সংস্করণকে বিদায় জানানো মাশরাফি বলেন, ‘ওয়ানডের পারফরমেন্স ধরে রেখে টি-টোয়েন্টিতে ভালো করতে হবে আমাদের। সিরিজের শুরুটাও আমাদের আত্মবিশ্বাসের সাথে করতে হবে।’

জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ওয়ানডে ঠিকই সিরিজ জিতে নেয় টাইগাররা। টেস্ট সিরিজ যাচ্ছেতাইভাবে হারলেও ওয়ানডেতে সেরার মুকুট পড়েছে বাংলাদেশ। তাই ওয়ানডে থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে টি-টোয়েন্টিতে দলের ভালো খেলা উচিত বলে মনে করেন ছোট সংস্করণ থেকে আগেই অবসর নেয়া মাশরাফি।

তিনি বলেন, ‘ক্রিকেট হচ্ছে মানসিক খেলা। ছেলেরা প্রথম ম্যাচে খুবই ভালো খেলছে। কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচ হারের পরও ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা ভালো খেলছিল এবং জুনিয়রদেরও সেরাটা দেয়ার সময় এসেছে। বোলাররা তিনটি ম্যাচেই ভালো করেছে সুতরাং আমাদের এখন আত্মবিশ্বাসের সঙ্গে টি-টোয়েন্টি শুরু করতে হবে। কেননা ওয়েস্ট ইন্ডিজ সংক্ষিপ্ত ভার্সনে সেরা দল।’

দল ওয়ানডে সিরিজ জিতলেও সতীর্থদের খেলা মন ভরাতে পারেনি মাশরাফির। তাই এশিয়া কাপের আগে নিজেদের খেলায় আরও উন্নতি চান মাশরাফি। তিনি বলেন, ‘এই সিরিজ জেতাটা আমাদের জন্য খুব দরকার ছিল। বিশেষ করে এশিয়া কাপের আগে এমন সাফল্য আমাদের জন্যই ভালো হলো। তবে যেটা আমি আগেও বলেছি কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে আমাদের। সিরিজ জিতে গেলেই সব হয়ে যায় না। অনেক জায়গায় এখনো অনেক উন্নতি করতে হবে আমাদের।’



শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব