২০০৭ সালে আশরাফুলের গড়া রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৯ মার্চ ২০২৩
২০০৭ সালে আশরাফুলের গড়া রেকর্ড ভাঙলেন লিটন

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডটি এতদিন দখলে ছিল মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশ ক্রিকেটে প্রথম সুপারস্টার আশরাফুলের গড়া ২০০৭ সালের সেই এবার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লে লিটন কুমার দাস।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করেন লিটন। এতেই ভেঙে যায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের রেকর্ড।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। রেকর্ড ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৬১ রান করেছিলেন অ্যাশ। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে।

আশরাফুলের সেই রেকর্ডটি দীর্ঘ ১৬ বছর কোন টাইগার ব্যাটার ভাঙতে পারেননি। অবশেষে ওপেনার লিটন কুমার দাসের ব্যাটে ভাঙলো সেই রেকর্ড।

আশরাফুল যেখানে অর্ধশত রান করতে বল খেলেছিলেন ২০টি, লিটন সেখানে বল খেলেন ১৮টি। ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটি করেন লিটন। শেষ পর্যন্ত লেগ স্পিনার বেন হোয়াইটের বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে ৮৩ রানে থামেন তিনি। লিটনের ৪১ বলের এই ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা মার ছিল।

সতীর্থ রনি তালুকদারের সাথে উদ্বোধনী জুটিতে ৫৬ বলে রেকর্ড ১২৪ রান যোগ করেন লিটন। আয়ারল্যান্ডের



শেয়ার করুন :