সাউদিকে হটিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৯ মার্চ ২০২৩
সাউদিকে হটিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের টিম সাউদিকে হটিয়ে শীর্ষ উইকেট শিকারি এখন বাংলাদেশের সাকিব।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। এতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাকিব।

১১৪ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের উইকেট শিকারের সংখ্যা এখন ১৩৬টি। আর ১০৭ ম্যাচে সাউদি শিকার ১৩৪ উইকেট। এছাড়া ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। বল হাতে এমন পারফর্মে ম্যাচ সেরাও হয়েছিন তিনি। এর আগে ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন দেশসেরা এ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি ছাড়া আন্তর্জাতিক ওয়ানেড ক্রিকেটে সাকিবের এখন পর্যন্ত উইকেটের সংখ্যা ২৩০ ম্যাচে ৩০১টি। এছাড়া টেস্ট ক্রিকেটে ৬৫ ম্যাচে সাকিব উইকেট শিকার করেছেন ২৩১টি।



শেয়ার করুন :