সাকিব আল হাসান; বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞপন। যার নামের পাশে রয়েছে রেকর্ডের ছড়াছড়ি। টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন দেশসেরা এ অলরাউন্ডার। যা হয়তো আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজেই হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে আর মাত্র ৪টি উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে পেছনে ফেলবেন সাকিব।
সোমবার (২৭ মার্চ) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজে ৪ উইকেট নিলেই সর্বোচ্চ শিকারী হিসেবে রেকর্ড গড়বেন সাকিব।
১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সাউদির পরই আছেন সাকিব।
১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। এছাড়া ৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।
স্পোর্টসমেইল২৪/আরএস