মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১২ মার্চ ২০২৩
মাশরাফিকে পেছনে ফেললেন সাকিব

বাংলাদেশের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ে সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ক্রিকেট দলকে প্রথমবারের মতো সিরিজ হারিয়ে ইতিহাস রচনার করার সাথে সাথে সাকিবও রেকর্ড গড়লেন।

রোববার (১২ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেট হারায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ। এ জয়ে মাশরাফিকে টপকে দ্বিতীয় স্থানে উঠলেন সাকিব।

মাশরাফির অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-টোয়েন্টি জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের। সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-টোয়েন্টি জয় ও ২২টি হারের স্বাদ পেল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো কোন ফরম্যাটে সিরিজ জয়ের পর পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মাশরাফি বিন মর্তুজা।

অভিনন্দন বার্তায় মাশরাফি বলেন, “টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাতুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ