সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১১৭ রানেই গুটিয়ে দিয়েছে। বল হাতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। মিরাজ ৪ ওভার বল করে ১২ দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে বাংলাদেশ। টস জিতে প্রথম ম্যাচের ন্যয় দ্বিতীয় ম্যাচেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিানয়ক সাকিব আল হাসান। সাকিবের সিদ্ধান্তকে দুর্দান্তভাবে কাজে লাগায় টাইগার বোলাররা।
প্রথমে ব্যাট করতে নেমে মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। এছাড়া ওপেনার ফিল সল্ট করেন ২৫ রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে একাই চার উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ইংলিশদের বিপক্ষে এই ম্যাচে মোট আটজনকে দিয়ে বল করার সাকিব। মিরাজ ছাড়া তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান এবং হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
এ ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। এই সিরিজের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র একবার ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা।
বাংলাদেশ একদাশ
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ।