মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ মার্চ ২০২৩
মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি জিতে ইংল্যান্ডের বিপক্ষে এখন সিরিজ জয়ের আশায় বাংলাদেশ। জয়ের পথে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে ১২ এবং ১৪ মার্চ সিরিজের বাকি দুই খেলতে নামবে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টির জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচ জিতে ফর্মে থাকা বাংলাদেশের খেলা দেখতে টাইগারর ভক্তরা মিরপুরে ভিড় করবেন বলেই ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ সর্বনিম্ন ২শ টাকায় দেখা যাবে। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫শ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫শ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি

৫০তম জয়ের ম্যাচে খেলার ধরণে খুশি সাকিব

৫০তম জয়ের ম্যাচে খেলার ধরণে খুশি সাকিব

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

ওয়ানডে ফরম্যাটে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি

ওয়ানডে ফরম্যাটে সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি