চট্টগ্রামে বাংলাদেশ প্রথম টি -টোয়েন্টি ম্যাচ হারলে প্রথম অভিযোগ উঠতো সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব যখন জস বাটলারে ক্যাচ মিস করেছিলেন তখন তিনি ছিলেন ১৯ রানে। সেখান থেকে তান্ডব চালিয়েছেন।
ইংল্যান্ডকেও দুইশো ছোঁয়ার আশা জাগিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে বোলাররা ম্যাচে ফেরায়। এরপর ব্যাটারদের কল্যাণে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করে বাংলাদেশের জয় ছয় উইকেটে, ১২ বল হাতে রেখেই।তবে যে লক্ষ্যে নিয়ে খেলেছে বাংলাদেশ সেটা দেখে খুশি অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচটি খেলেছি, তা ছিল অসাধারণ।’
চট্টগ্রামে যেন বাংলাদেশের সেই সৌভাগ্যর ভেন্যু হয়ে ফিরেছে আবার। কোথাও না জিতলে জহুর আহমেদ এক সময় বাংলাদেশের কাছ থেকে মুখ সরাতো না।
এবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডেতে হারের পর চট্টগ্রামে টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক টি ২০তে ১৪৫ ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চাশতম জয়। এই জয়ের পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা বাকি রইল বাংলাদেশের।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের সাগরিকায় কানায় কানায় ভরে যায় গ্যালারি। মাঠভর্তি দর্শককে স্মরণীয় জয় উপহার দিল সাকিবের দল।
তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘‘প্রথম দশ ওভারে আমরা চাপে ছিলাম, কিন্তু কেউই ঘাবরে যায়নি। আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। শুধু আমার ক্যাচ ড্রপটি ছাড়া সবাই খুব ভালো ফিল্ডিং করেছে।"
এদিকে ২০২৪ বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই। সাকিব বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের ২০২৪ বিশ্বকাপের জন্য এটা খুবই ভালো শুরু। বিশ্বকাপের আগে আমরা ভালো একটি দল তৈরি করতে পারবো।"
মিরপুরে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১২ ও ১৪ মার্চ।
স্পোর্টসমেইল২৪/জেএম