আট বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন রনি তালুকদার। অভিষেক হয়ে গেল যুব বিশ্বকাপজয়ী ব্যাটার তৌহিদ হৃদয়ের। বাংলাদেশের ৭৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার তিনি।
২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের ঠিক ১০০ ম্যাচ পর নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন ডানহাতি ব্যাটার রনি। দুই ম্যাচের মাঝে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিরতির রেকর্ড এটি।
সর্বোচ্চ বিরতির রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাসের। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০২ ম্যাচ বিরতি দিয়ে দুই ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয়।
তবে বাংলাদেশের হয়ে এতোদিনে সবচেয়ে বেশিদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় ম্যাচটি খেলার রেকর্ড ছিল টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়ের।
২০১৫ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত টানা ৭৯ ম্যাচ মিস করেন এনামুল। এছাড়া ৫০ ম্যাচ বাইরে থেকে দ্বিতীয় ওয়ানডে খেলেছেন ডান হাতি পেসার আবুল হোসেন রাজু।
হৃদয়ের অভিষেক অনেকটাই নিশ্চিত ছিল। সেটাই হল। বাংলাদেশের ৭৮তম টি-টোয়েন্টি ক্রিকেটার তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছিলেন ২২ বছর বয়সী এই ব্যাটার।
তবে বিপিএলে তার আক্রমণাত্বক ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে। নির্বাচকদের নজরে ছিলেন আগে থেকেই। ধারাবাহিকতার কারণে সুযোগ পেয়ে যান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এবার হয়ে গেল অভিষেকও । ঘরোয়া ক্রিকেটে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয়। ২৯.৬৩ গড়ে তার রান ১১২৬।
এদিকে শামীম পাটোয়ারী সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের ২২ নভেম্বর । সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এরপর বাজে ফর্মের কারণে ছিটকে গেছেন।
সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন ও নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অ্যাডিলেড পাকিস্তানের বিপক্ষে আগের সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের ইংল্যান্ড দলেও রয়েছে চারটি পরিবর্তন। মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই দল থেকে বাদ গেছেন অ্যালেক্স হেলস, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ও হ্যারি ব্রুক ।
তাদের জায়গায় এসেছেন বেন ডাকেট, দাভিদ মালান, জফরা আর্চার ও মার্ক উড।
স্পোর্টসমেইল২৪/জেএম