ওয়ানডে সিরিজ হারলেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। সেই লক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
২০০৬ সালে শুরুর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ইতিমধ্যে ১৪৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচটি ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে এবারের সফর শুরু করেছে বাংলাাদেশ। তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। তবে ডাকা পর্বের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছিল টাইগাররা। এবার সাকিবের নেতৃত্বেও প্রথম টি-টোয়েন্টিতে টস জিতলো বাংলাদেশ।
টস জিতে প্রথমে বোলিং নেওয়ার পর সাকিব বলেন, “আমরা জানি না ভালো স্কোর কী হবে, তাই আমরা তাদের প্রথমে ব্যাট করতে দিয়েছি। আমাদের অনেক স্বাধীনতা নিয়ে খেলতে হবে, বিশ্বকাপের পর প্রথম খেলা। বিপিএলে অনেক ছেলে যারা ভালো পারফর্ম করেছে।
সিরিজের প্রথম ম্যাচেই দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা রনি তালুতদারকে একাদশে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের আদিল রশিদের রেকর্ড ভাঙলেন রনি। এছাড়া এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের।
তৌহিদ হৃদয় ও রনি তালুকদার ছাড়াও একদাশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী এবং হাসান মাহমুদ। আর সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন এবং নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একদাশ
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।