চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। নিজেও অনেকবার বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তবে এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে ভিন্ন কথা বলছেন এই লঙ্কান কোচ।
পাঁচ বছর পর দ্বিতীয় মেয়াদে আবারও বাংলাদেশের কোচ হিসেবে এসেছেন হাথুরুসিংহে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি। নিজেদের আত্মবিশ্বাসের ফরম্যাটে বাংলাদেশ সিরিজ হেরেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাট তো আরও চ্যালেঞ্জিং।
ক্রিকেটের ছোট এই ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় আশা করা কঠিন। তবে দ্বিতীয় দফায় কোচ হিসাবে আসা হাথুরসিংহের ধারণা, বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি হয়েছে।
বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি নিয়ে প্রশ্নে প্রধান কোচ বলেন, “হ্যাঁ, বাংলাদেশের উন্নতি হয়েছে।”
২০২২ সালে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় ছিল মাত্র ছয়টি। তবে এর মধ্যে জিম্বাবুয়ের ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে এবং আফগানিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
বড় কোনো দলের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। তবুও এবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে দুটি ম্যাচ জিতেছে টাইগাররা।
সাকিব আল হাসান এখন টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃহস্পতিবার শুরু হবে বিকেল ৩টায়। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকায়।
স্পোর্টসমেইল২৪/জেএম