যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককে নেতৃত্ব দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৭ মার্চ ২০২৩
যুব বিশ্বকাপজয়ী অধিনায়ককে নেতৃত্ব দিল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি ফরম্যাটে টেম্বা বাভুমাকে অধিনায়ক থেকে সরে দাড়িয়েছিলেন আগেই। এবার নতুন অধিনায়ক বেছে নিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টে সিরিজে এইডেন মার্করামকে অধিনায়ক করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

এই মাসে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

টেম্বা বাভুমাকে টেস্ট দলের অধিনায়ক করেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। তাই সাদা বলের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক বেছে নিতেই হত তাদের। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মার্করামের। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি।

ওই বিশ্বকাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছি দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রোটিয়া ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগের দল সানরাইজার্স ইস্টার্ন কেপকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন।

একদিনের ক্রিকেটের জন্যও আগামী দিনে তাকে অধিনায়ক করা হতে পারে।

প্রোটিয়া ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এনোচ এনউই বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় মার্করামকে অভিনন্দন। নেতৃত্বের বিষয়টি তার পরিচিত। সে অনেক জায়গায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

সফল হওয়ার জন্য তার মধ্যে সব ধরণের গুন রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সে পরবর্তি স্তরে নিয়ে যেতে সাহায্য করবে।’’

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব সম্পর্কে তামিম কি বললেন?

সাকিব সম্পর্কে তামিম কি বললেন?

ইংল্যান্ডের জয়রথ থামিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

ইংল্যান্ডের জয়রথ থামিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

অলরাউন্ড পারফরম্যান্সে নতুন উচ্চতায় সাকিব

অলরাউন্ড পারফরম্যান্সে নতুন উচ্চতায় সাকিব

চার মাস মাঠের বাইরে নেইমার, মৌসুম শেষ

চার মাস মাঠের বাইরে নেইমার, মৌসুম শেষ