বিবিএল থেকে অবসর নিলেন জনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ জুলাই ২০১৮
বিবিএল থেকে অবসর নিলেন জনসন

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগ (বিবিএল) টি-টোয়েন্টি ক্রিকেটকে না করে দিলেন মিচেল জনসন। বুধবার তিনি এক ঘোষণায় এ অবসরে কথা জানিয়ে দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার বিশ্বব্যপী ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলবেন।

জনসন টুর্নামেন্টের গত দুই আসরে পার্থ স্কোরচার্সের হয়ে খেলেছেন এবং ২০১৬-১৭ মৌসুমের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগ ব্যাশে মোট ১৯ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন সাবেক এ পেসার। টুর্নামেন্টে তার সেরা নৈপুণ্য ছিল ২০১৬-১৭ মৌসুমের সেমি ফাইনালে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে তিন রানে তিন উইকেট শিকার।

জনসনের ম্যানেজার স্যাম হ্যালভোরসেন দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান সংবাদপত্রকে জানিয়েছেন, ‘এ গ্রীষ্মে ৩৭ বছরে পা রাখা একজন ব্যক্তির জন্য বিবিএলের গভীরতা ও স্থায়িত্ব অনেক বড় বিষয়। মিচেল সদ্যই দুবাইতে অনুষ্ঠিত টি-টেন টুর্নামেন্টে নাম লিখিয়েছেন। তবে এ টুর্নামেন্টের দৈর্ঘ বিবিএলের অর্ধেক।’

এবারের আসরে বিবিএিলের দল, ম্যাচ ও দৈর্ঘ সবই বাড়ছে। আসরে নক-আউট পর্বের আগে গ্রুপ পর্বে প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ১৪টি ম্যাচ খেলবে। অষ্টম আসরে মোট ম্যাচ সংখ্যা ৫৯। যা আগের বারের চেয়ে ১৬টি বেশি।

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়িার লিগেও (আইপিএল) প্রতিটি দলের ১৪ ম্যাচ খেলতে হয়। তবে তিনি আইপিএল খেলবেন কি-না তা নিশ্চিত করা হয়নি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের ধারা অব্যাহত রাখতে চান মাশরাফি

জয়ের ধারা অব্যাহত রাখতে চান মাশরাফি

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য-আরিফুল

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সাকিবের পরিবর্তে নিষিদ্ধ স্মিথ

সাকিবের পরিবর্তে নিষিদ্ধ স্মিথ