রেকর্ড ষষ্ঠবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
রেকর্ড ষষ্ঠবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন অস্ট্রেলিয়ার শিরোপা উৎসব। রোববার কেপ টাউনে টুর্নামেন্টের অষ্টম আসরের ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতলো মেগ ল্যানিংয়ের দল।

অন্যদিকে ঘরের মাটিতে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে হৃদয় ভাঙলো প্রোটিয়া মেয়েদের। বেথ মুনি ৫৩ বলে ৭৪ রান করেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৫৬ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ১৩৭ রানে।

বেথ মুনি ৭৪ রানের ইনিংস সাজিয়েছিলেন একটি ছক্কা এবং নয় চার দিয়ে। অন্য ওপেনার অ্যালিসা হিলি এই ম্যাচে ১৮ রান করে আউট হয়ে গেলেও দলকে সমস্যায় পড়তে দেননি মুনি।

তার সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন অ্যাশলে গার্ডনার। বাকি ব্যাটাররা সে ভাবে রান না পেলেও ২০ ওভারে ১৫৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ফাইনালে এই রানটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে গেল।

প্রথমবার ফাইনালে ওঠার চাপ নিতে পারেনি প্রোটিয়া মেয়েরা। ওপেনার তাজ়মিন ব্রিটস ১০ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার লরা উলভারত ৬১ রান করেন।

তবে তাকে আর কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি। লরা আউট হয়ে গেলে কেউই ম্যাচ বের করার মতো খেলতে পারেননি। ২০ ওভারে তোলে ১৩৭ রান।

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

বিশাল হারে আরেকবার শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

বিশাল হারে আরেকবার শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান